আপনি যদি কম্পিউটার যে কোন প্রোগ্রামের কাজ জানেন তা হলে হতে আপনি মাসে ১০০,০০০.০০ টাকা বা তারও বেশি টাকা আয় করতে পারেন। আপনাকে কাজের জন্য বিড করতে হবে। আপনি যে সব কাজ জানেন শুধু ঐ সব কাজে বিড করবেন। যে কাজ জানেন না সেই কাজে বিড করবেন না। বিড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কাজের জন্য আপনি বিড করছেন সে কাজটি তে আপনি যে পারদর্শী তা মেসেজ অপশানে অবশ্যই বোঝাতে হবে। তা হলে আপনি তারাতারি কাজ পেয়ে যাবেন। প্রথম অবস্থায় কাজের দাম কম দিয়ে শুরু করতে হবে। নতুন অবস্থায় যদি দাম বেশি দিয়ে বিড করেন তা হলে কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি। আর একটি জিনিস খেয়ালের সাথে মনে রাখবেন তা হলো সততার সাথে কাজ করবেন। আপনি একজন এর জন্য বাংলাদেশের অনেক কাজ পাওয়া থেকে বিতারিত হবে। যদি কোন ক্লায়েন্টের সাথে আপনি পতারনা করেন তা হলে সে ক্লায়েন্ট কোন দিন আর বাংলাদেশীদের হায়ার করবে না। নিচে কয়েকটি ওয়েব সাইটের ঠিকান দেয়া হলো ঐসব ওয়েবসাইটে আপনি অনায়াশে কাজ করতে পারেন। সাইন আপ করে আগে প্রোপ্রাইল সম্পূর্ন করুন। তার পর শর্তাবলী মনোজোগ সহকারে পরুন। এর পর কাজের জন্য বিড করবেন।