আপনাদের মনে প্রশ্ন আসতে পারে অনলাইন হতে উপাজিত ডলার কিভাবে টাকায় কনভার্ট করবো? অনেকেই আমাকে ইমেইলে এই প্রশ্নটি করে থাকেন- ডলার হতে টাকায় কনভার্ট করার বিশ্বস্ত ওয়েবসাইট/জায়গা কোনটি?
ইন্টারনেট হতে আয় কৃত ডলার সাধারণত Paypal, Skrill, Payoneer, Netteler, WebMoney, Payza ইত্যাদি অনলাইন ব্যাংকে ট্রান্সফার করা যায়। বিশেষ করে Paypal. বাংলাদেশে Paypal চালু করার কথা থাকলেও এখনও চালু হয় নাই। যারা নতুন ইন্টারনেট হতে আয় করা শুরু করেছেন কিছু ডলারও আয় করেছেন তাদের জন্য বলছি- উরোক্ত ব্যাংক গুলো হতে ডলার টাকায় কনভার্ট করতে হলে কয়েকটি ওয়েব সাই রয়েছে। উল্লেখ্য যে, বহু অপব্যবহারকারী, ইন্টারনেট ডাকাতদল এধরনের ব্লগ বা ওয়েব সাইট খুলে বসে আছে। প্রায় ৯৯% ভূয়া। আমি নিজেও বহুবার ডলার মার খেয়েছি/খুইয়েছি। বর্তমানে একটি ব্লগে রিয়েল পেয়েছি। যে সত্যিকারে ডলার কনভার্ট করে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে। ঐ ব্লগটি বহুপুরানো। আপনি ইচ্ছা করলে ৫ ডলার দিয়ে তাদের সাথে লেনদেন শুরু করতে পারেন। ঐ ব্লগে নিয়মিত লেনদেন করলে তাদের বিশ্বস্ত হলে আপনাকে তাদের ঠিকানা ও বিস্তারিত তথ্য দিবে তবে তাদের কিছু শর্ত রয়েছে যা আপনাকে মানতে হবে। আমি নিজেও বহু ডলার তাদের মাধ্যমে টাকায় পরিনত করেছি। বিশ্বস্ত্য বলেই তাদের লিংকটি দিচ্ছি। আপনিও একবার লেনদেন করে দেখতে পারেন, তবে অবশ্যই প্রথমে ৫ ডলার করে শুরু করবেন। টাকা বিকাশে ৫-১০ মিনিটের মধ্যেই পরিশোধ করে দেয়। বিকাশ নম্বরটি পারর্সোনাল দিতে হয়।